ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে মামলা নিষ্পত্তিকৃত মাদকদ্রব্য ধ্বংস

প্রকাশিত: ১২:৫১ পিএম, ২০ ডিসেম্বর ২০১৬

শরীয়তপুর আদালতের ৭৮টি মামলা নিস্পত্তিকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা দায়রা ও জজ আদালত প্রাঙ্গণে জেলার বিভিন্ন থানার আলামত হিসেবে জব্দকৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এ সময় শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এহ্সানুল হক, অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মো. মুজাহিদুল ইসলাম, কোর্ট মালখানা ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান, কোর্ট পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, কোর্ট এসআই দবির হোসেন হাওলাদারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এহ্সানুল হক জানান, জেলার বিভিন্ন থানায় জব্দকৃত, শরীয়তপুর বিজ্ঞ আদালতের ৭৮টি মামলা নিস্পত্তিকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে । গাঁজা, ফেনসিডিল, হিরোইন, ইয়াবাসহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।

মো. ছগির হোসেন/এএম/জেআই