ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত: ০২:১৯ এএম, ২৭ ডিসেম্বর ২০১৬

ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে মঙ্গলবার ভোর সাড়ে ৪টা থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে নোঙ্গর করে আছে ছোট বড় সাতটি ফেরি।

পারাপার বন্ধ থাকায় দুই পাড়ে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। আটকা পড়া এসব যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জাগো নিউজকে জানান, ঘনকুয়াশার কারণে সোমবার মধ্যরাত থেকেই ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। সাড়ে ৪টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া উভয় ঘাটে পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে বলে তিনি জানান।

বি.এম খোরশেদ/আরএআর/পিআর