ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ

প্রকাশিত: ০৫:২০ এএম, ২৮ ডিসেম্বর ২০১৬

শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে। বুধবার সকাল ৯টা থেকে শরীয়তপুর জেলার ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের  সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার এবং স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুর রব মুন্সী। তারা উভয়ই জেলা পরিষদ নির্বাচনে একে অপরের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলেছেন।

ছাবেদুর রহমান খোকা সিকদার জাগো নিউজকে জানান, গতকাল থেকেই স্বতন্ত্র প্রার্থী আবদুর রব মুন্সী ভোটারদের কাছে গিয়ে টাকা দিয়ে ভোট কিনছেন।

তবে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রব মুন্সী জাগো নিউজকে অভিযোগ করে বলেন, দুই দিন আগে থেকেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছাবেদুর রহমান খোকা সিকদার প্রতিটি ভোট ৫০ হাজার টাকায় কিনছেন।

স্থানীয়দের সঙ্গে কথো বলে জানা গেছে, চেয়ারম্যান পদের দুই প্রার্থী টাকার বিনিময়ে ভোট কিনছেন। তারা তিনটি ভোট দেড় লাখ টাকায় কিনেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা সেক মোহাম্মদ জালাল উদ্দিন জানিয়েছেন, ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। টাকা লেনদেনের অভিযোগের প্রমাণ পেলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।

এ জেলার ৬টি উপজেলায় এ নির্বাচনে মোট ভোটার ৯২৬ জন। জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্যের ৫টি পদের মধ্যে দুইজন ও সাধারণ সদস্যের ১৫টি পদের মধ্যে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মো. ছগির হোসেন/আরএআর/পিআর