ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জ আ.লীগ প্রার্থী বিজয়ী

প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৬

মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাড. গোলাম মহীউদ্দীন। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. রমজান আলীকে ১২৩ ভোটে পরাজিত করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন পেয়েছেন ৪৭৮ আর রমজান আলী পেয়েছেন ৩৫৫ ভোট। মোট ভোটার সংখ্যা ৮৮৮টি। চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন মোট পাঁচজন। সাধারণ সদস্য পদে প্রার্থী ছিলেন ৫৪ জন। এর মধ্যে চারজন
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত নারী সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭ জন প্রার্থী।

বি এম খোরশেদ/এআরএ/আরআইপি