ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৩ ঘণ্টা পর ইব্রাহিমপুর-হরিণা ঘাটে ফেরি চলাচল শুরু

প্রকাশিত: ০৩:৪৮ এএম, ০১ জানুয়ারি ২০১৭

শরীয়তপুর (ইব্রাহিমপুর) থেকে চাঁদপুর (হরিণা ঘাট) নৌ-রুটে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।

রোববার সকাল ৬টার দিকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে নৌ দূর্ঘটনা এড়াতে শনিবার দিবাগত রাত ৩টার দিক থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারাপারে যানবাহনগুলো সিরিয়ালে ছিল বলে জানা গেছে।

বিআইডব্লিউটিসির ইব্রাহিমপুর ঘাট টার্মিনাল অ্যাসিস্টেন্ট রেজাউল করিম রাজু জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চালচাল বন্ধ করা হয়েছিল তবে  কুয়াশার তীব্রতা কমে গেলে রোববার সকাল ৬টার দিকে আবার ফেরি চলাচল শুরু হয়।

তিনি জানান, নদী পারের অপেক্ষায় সিরিয়ালে থাকা যানবাহন চাপ দ্রুত কমে যাবে।

মো. ছগির হোসেন/আরএআর/পিআর