অস্ত্রসহ লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান আটক
পার্বত্য খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।
রোববার দিবাগত রাত ২টার দিকে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলিসহ সরকারি বাসভবন থেকে তাকে আটক করে যৌথবাহিনীর একটি টিম।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার সরকারি বাসভবনে এ অভিযান চালায় যৌথবাহিনী।
লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে আটকের বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ ইকবাল জানান, এ বিষয়ে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, গেল উপজেলা পরিষদ নির্বাচনে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ`র সমর্থন নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন সুপার জ্যোতি চাকমা।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান