ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিবালয়ে বাসচাপায় আনসার সদস্য নিহত

প্রকাশিত: ১০:১০ এএম, ০২ জানুয়ারি ২০১৭

মানিকগঞ্জের শিবালয়ে বাসচাপায় হায়াত আলী (৫৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার বেলা ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মুশুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হায়াত আলী শিবালয় ইউনিয়ন আনসার-ভিডিপির দলনেতা ছিলেন। তার বাড়ি উপজেলার মাধবদিয়া গ্রামে।

বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, হায়াত আলী রাস্তা পার হওয়ার সময় কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বাস রেখে চালক ও হেলপার পালিয়ে যান। বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বি এম খোরশেদ/এআরএ/আরআইপি