শিবালয়ে বাসচাপায় আনসার সদস্য নিহত
প্রতীকী ছবি
মানিকগঞ্জের শিবালয়ে বাসচাপায় হায়াত আলী (৫৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার বেলা ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মুশুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হায়াত আলী শিবালয় ইউনিয়ন আনসার-ভিডিপির দলনেতা ছিলেন। তার বাড়ি উপজেলার মাধবদিয়া গ্রামে।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, হায়াত আলী রাস্তা পার হওয়ার সময় কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বাস রেখে চালক ও হেলপার পালিয়ে যান। বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বি এম খোরশেদ/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে