পদ্মার দুই রুটে ফেরি বন্ধ
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে বৃহস্পতিবার ভোর থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
পাটুরিয়া ঘাটের সহকারী ব্যাবস্থাপক মহিউদ্দিন রাসেল জাগো নিউজকে জানান, ভোরে কুয়াশা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৬টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। ফেরিগুলো দুই পারের ঘাটে নোঙর করা রয়েছে। কুয়াশা কমলে আবার চলাচল শুরু হবে।
এদিকে, একই কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে। এসময় মাঝ পদ্মায় পণ্য ও যাত্রীবাহী যানবাহন নিয়ে আটকে রয়েছে ৪টি ফেরি।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কুয়াশার প্রভাব বাড়তে থাকলে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক গিয়ানউদ্দিন পাটোয়ারী জানান, ভোরের দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ও ফেরিতে থাকা বিকন বাতি পথ দেখাতে অক্ষম হয়ে পড়লে ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিতে হয়। তবে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে