৬ ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল শুরু
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এতে ফেরিঘাটের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন অফিসার মো. শাহজাহান মিয়া জানান, ঘন কুয়াশায় বয়া ও বাতি কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এাড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
আরএআর/এমএস