ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় ইউএনওর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

প্রকাশিত: ০৯:০৩ এএম, ০৭ জানুয়ারি ২০১৭

বরগুনার বামনায় ইউপি চেয়ারম্যান ও স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বামনা উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১১টায় বামনা উপজেলার ডৌয়াতলা বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বামনা উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান।

জানা গেছে, প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন সুদীর্ঘ বছর ধরে বমনা উপজেলার ডৌয়াতলায় গড়ে তোলা হলতা ডৌয়াতলা বহুমূখী সমবায় মাধ্যমিক বিদ্যালয়, ডৌয়াতলা ওয়াজেদ আলী খাঁন ডিগ্রী কলেজ, দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় শহীদ স্মৃতিসৌধ এবং কর্মজীবী নারী ও অসহায় শিশু-কিশোরী ছাত্রীনিবাস পরিচালনা করছেন।

ডৌয়াতলা বহুমূখী সমবায় মাধ্যমিক বিদ্যালয়ে রয়েছে ৮২৪ জন নিয়মিত শিক্ষার্থী। কর্মজীবী নারী ও অসহায় শিশু-কিশোরী ছাত্রীনিবাসেও রয়েছে অর্ধশত শিক্ষার্থী ও কর্মজীবী নারী। অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজও রয়েছে সহস্রাধিক শিক্ষার্থী।

সম্মিলিত এ শিক্ষাকেন্দ্রের মাঠে দীর্ঘদিন ধরে নিয়মিত বসতো গরুর বাজার। আর এতে সায় দিয়ে আসছিলেন বামনার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হোসেন হাওলাদার। সম্প্রতি তার ইচ্ছার বিরুদ্ধে এই গরুর বাজার অনত্র সরিয়ে নেয় বরগুনা জেলা প্রশাসন। এরপর এই স্কুল সংলগ্ন মাঠে সম্প্রতি দোকান নির্মাণের জন্য ডিসিয়ার দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হোসেন হাওলাদার। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে সম্মিলিত এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ।

এর প্রতিবাদে গত ৩১ ডিসেম্বর বামন উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন ও থুথু নিক্ষেপ কর্মসূচি পালন করেন।

এ কর্মসূচিতে সময় উপস্থিত হয়ে স্কুল প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তার ডিসিয়ার দেয়া জমিতে নির্মিত দোকান সরিয়ে ফেলার নির্দেশ দেন বরগুনা-২ আসনের এমপি শওকত হাসানুর রহমান রিমন। এমপির এমন ঘোষণার পরে শত শত স্থানীয় অধিবাসী এমপির উপস্থিতিতে দোকানগুলো ভেঙে ফেলেন।

এতে ক্ষিপ্ত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন হাওলাদার বামনায় তার শেষ কার্যদিবসে হলতা ডৌয়াতলা বহুমূখী সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক খান, সংশ্লিষ্ট ডৌয়াতলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. মিজানুর রহমান মিজানসহ ১১ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দানের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/পিআর