ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জাজিরায় দুই গ্রুপের সংঘর্ষ : বোমায় যুবক নিহত

প্রকাশিত: ০৪:০১ এএম, ১০ জানুয়ারি ২০১৭

শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বোমার আঘাতে হোসেন খান (২৮) নামে এক যুবক নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভীর হায়দার।
 
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিলাসপুর ইউপির আবদুল ব্যাপারীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন খান সাবেক চেয়ারম্যান সফিক ব্যাপারীর অনুসারী বলে জানিয়েছেন তার ভাই মাস্টার আলমগীর খান।

এছাড়া আহতদের মধ্যে মীর আলী মাদবরের কান্দির নুর হোসেন খান (৩৫), নুরুমিয়া খান (৪০), রজ্জব মাদবর (৩০), নাজির খান (২০) ও সেকেন্দার খানের (৪০) নাম জানা গেছে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, বড়কান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সফিক ব্যাপারী ও বর্তমান চেয়ারম্যান সিরাজ সরদারের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

Sariotpur

জানা যায়, সোমবার বিকেলে দুর্গাহাট বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের কথা কাটাকাটি হয়। তারই জের ধরে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সফিক ব্যাপারী ও সিরাজর সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।
 
এসময় উভয়পক্ষের লোকেরা পরস্পরকে লক্ষ্য করে প্রায় শতাধিক বোমা নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ হোসেন নিহত হন। আহত হন অন্তত ২৫ জন।
 
আহতদের ঢাকা মেডিকেলসহ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় ২-৩ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভীর হায়দার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্সসহ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ মো. মামুন (৩২), মো. দিদার (১৭), নাসির মাদবর (২৮) ও তারা মিয়া মাদবরকে (৩৬) সন্দেহজনক হিসেবে আটক করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

ছগির হোসেন/এফএ/এমএস