ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ০৯:৫৯ এএম, ১০ জানুয়ারি ২০১৭

কুড়িগ্রামের ত্রিমোহনী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইলিয়াস আহমেদ (৩৩) নিহত হয়েছেন। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের সমসের আলী ছেলে।

বেলগাছা ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান জানান, মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল নিয়ে ত্রিমোহনী বাজারের দিকে যাচ্ছিলেন ইলিয়াস আহমেদ। এসময় রেল ক্রসিংয়ে কাউনিয়ায় রমনাগামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া (ডায়াং-সিডি-১০০, কুড়িগ্রাম-হ-১১-২৮৭০) মোটরসাইকেলটি ঘটনাস্থলে থেকে প্রায় ৫০০ গজ দূরে পাওয়া গেছে।

নাজমুল হোসেন/এআরএ/জেআইএম