ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জাজিরায় যুবক নিহতর ঘটনায় মামলা

প্রকাশিত: ০৪:০০ পিএম, ১১ জানুয়ারি ২০১৭

শরীয়পুরের জাজিরা উপজেলার বড়কান্দি আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে মোহাম্মদ হোসেন খান (২৮) নামের যুবক নিহতের ঘটনায় মামলা করা হয়েছে।

বুধবার বিকেলে জেলার জাজিরা থানায় এ মামলা করেন নিহতর ভাই মো. আলমগীর হোসেন খান। মামলায় ৬৫ জনকে আসামি করা হয়েছে।

বুধবাবার সন্ধ্যায় নিহত মোহাম্মদ হোসেন খানের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে। শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শেখ মোস্তফা খোকন বিষয়টি জানিয়েছেন।

উল্লেখ্য, বড়কান্দি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান সফিক বেপারি ও বর্তমান চেয়ারম্যান সিরাজ সরদারের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় ওই যুবক বোমার আঘাতে নিহত হন।

জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বোমার আঘাতে মোহাম্মদ হোসেন খান নিহতের ঘটনায় ৬৫ জনকে আসামি করে বুধবার বিকেলে হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মো. ছগির হোসেন/এএম/এমএস