শরীয়তপুরে গ্রাম দিবস উদযাপিত
‘‘আমার গ্রাম, আমার দেশ। গড়বো সুখের বাংলাদেশ।” স্লোগানকে সামনে নিয়ে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের লাকার্তা গ্রামে লাকার্তা ফাউন্ডেশন গ্রাম দিবস পালন করেছে।
শুক্রবার বেলা ১১টায় এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
এছাড়া উপস্থিত ছিলেন, গেস্ট অফ অনার. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নূরুল আমিন বেপারী, প্রখ্যাত শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব শামসুর রহমান (শাহজাদা মিয়া)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল আহমেদ, লাকার্তা ফাউন্ডেশনের সভাপতি মনজুরুল হক সিকদার ও সাধারণ সম্পাদক আসাদুর রহমান সিকদার প্রমূখ।
জানা যায়, বাংলাদেশের প্রায় সকল শহরবাসী মানুষের শেকড় কোনো না কোনো গ্রামে। আর তাই শহুরে মানুষদের গ্রামমুখী করে গ্রামীণ উন্নয়নে উৎসাহিত করাই এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
প্রত্যেক শহরবাসীর অন্তত বছরে একবার তার নিজ গ্রামে গিয়ে গ্রামের মানুষের শিক্ষা, সংস্কৃতি, কাজকর্ম ইত্যাদি এবং সুবিধাবঞ্চিত ও পিছিয়ে থাকা মানুষের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করাসহ বিভিন্ন উৎসাহ উদ্দীপনা দেয়ার মাধ্যমে সম্পৃক্ত করাই এ বেসরকারি সামাজিক সংগঠন লাকার্তা ফাউন্ডেশনের মূল লক্ষ্য।
ছগির হোসেন/এফএ/এমএস