ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বি কে নগর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে নেই শহীদ মিনার

প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১৫ জানুয়ারি ২০১৭

শরীয়তপুরের জাজিরা উপজেলার বি কে নগর ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে স্থাপিত বি কে নগর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে শহীদ মিনার নেই। এখানে সুপ্রশস্ত একাডেমিক ভবন, ছাত্রাবাস, খেলার মাঠ, লাইব্রেরিসহ প্রয়োজনীয় সব কিছু থাকলেও শহীদ মিনার নেই।

এ ব্যাপারে বি কে নগর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, একটি পূর্ণাঙ্গ শহীদ মিনার স্থাপনের জন্য বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে।

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নলিণী রঞ্জন রায় বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, সেসব প্রতিষ্ঠানে আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যেই শহীদ মিনার স্থাপন করার পরিকল্পনা রয়েছে।

মো. ছগির হোসেন/আরএআর/আরআইপি