ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় নিখোঁজ শিশুর কঙ্কাল উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৪ এএম, ২৩ জানুয়ারি ২০১৭

নিখোঁজের ১৩ মাস পর বরগুনায় বাড়ির পিছনের মাটি খুঁড়তে গিয়ে এক শিশুর কঙ্কাল খুঁজে পেয়েছে শ্রমিকরা। রোববার সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের লেমুয়া  গ্রামের  রাজমিস্ত্রি আক্কাস সিকদারের ঘরের পেছন থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

এর আগে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর রাজমিস্ত্রি আক্কাস সিকদারের নয় বছর বয়সী ছেলে আউয়াল নিখোঁজ হয়। পরে ছেলের সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ছেলের কোনো খোঁজ পাননি তিনি। গতকাল বিকেলে তারই ঘরের পেছনে মাটি খননকালে পাওয়া কঙ্কালটি তার নিখোঁজ পুত্র আউয়ালেরই বলে দৃঢ় বিশ্বাস আক্কাস সিকদার ও স্থানীয়দের।

এ বিষয়ে বরগুনার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন পিপিএম বলেন, এ ঘটনার তদন্তে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে পুলিশ।

সাইফুল ইসলাম মিরাজ/আরএআর/এমএস