ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাল্যবিয়েকে না লাখো শিক্ষার্থীর

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৭:৪৬ এএম, ২৩ জানুয়ারি ২০১৭

বিশ্বকে তাক লাগানো সুখবর দিয়ে লাখো কণ্ঠে বাল্যবিয়েকে ‘না’ বলেছে প্রান্তিক জনপদ সুনামগঞ্জ জেলার লাখো শিক্ষার্থী।

ঘড়ির কাটায় বেলা ঠিক ১২টা ২৫ মিনিট। একসুরে বাল্যবিয়ে ও যৌন হয়রানিকে লাল কার্ড উচিয়ে না বলতে থাকে তারা।

এসময় সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমেদ এই শপথবাক্য পাঠ করান।

Sunamganj
জেলার ১১টি উপজেলার ২৯৯টি ভ্যেনুতে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক, স্কুল-কলেজ ও মাদরাসার একলাখ ১৪ হাজার ৩২৩টি লালকার্ড উচিয়ে শিক্ষার্থীরা বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে না বলে।

জেলা প্রশাসন নিয়ন্ত্রিত রেডিও সুনামগঞ্জ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। এর আগে জেলা প্রশাসক (যুগ্ম সচিব) শেখ রফিকুল ইসলাম ১১টি উপজেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেন।

সোমবার বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শহীদ আবুল হোসেন মিলনায়তনে ঐতিহাসিক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক (যুগ্ম সচিব) শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমেদ।

Sunamganj
বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বাবর আলী, জেলা সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, নারীনেত্রী শীলা রায়, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তার।

উল্লেখ্য, পৃথিবীতে এই প্রথম লাখো কণ্ঠে লালকার্ড প্রদর্শনের মাধ্যমে গিনেজ বুকে অন্তর্ভুক্তির জন্য উদ্যোগ নেয় সুনামগঞ্জ জেলা প্রশাসন।

রাজু আহমেদ রমজান/এফএ/পিআর

আরও পড়ুন