ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজিবপুর সীমান্তের কাছে ভারতীয় মরা হাতি

প্রকাশিত: ১০:২৬ এএম, ২৩ জানুয়ারি ২০১৭

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা সীমান্তের নোম্যান্স ল্যান্ডের কাছ থেকে ভারতীয় একটি মরা হাতি উদ্ধার করা হয়েছে।  

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী জানিয়েছে, মরা হাতিটি ভারতীয়। তবে হাতিটি কীভাবে মারা গেল, তা কেউ বলতে পারেনি।

সোমবার ভোরে মরা হাতিটি দেখতে পায় বিজিবি ও এলাকাবাসী। পরে সেখানে বিজিবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও এলাকার লোকজন যায়।

এ বিষয়ে ৩৫ বিজিবি বালিয়ামারী কোম্পানি কমান্ডার এম এ মোরশেদ জানান, গত শনিবার সন্ধ্যায় ভারতের ৩০-৪০টি বুনোহাতির দল আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৭২-এর পাশ দিয়ে উপজেলার মিয়াপাড়া ও বাউলপাড়ায় ঢুকতে দেখা গেছে।

গতকাল রোববার ভোরে হাতির দল ভারতের কালাইয়ের চর সীমান্ত এলাকায় ফিরে যায়। সন্ধ্যায়ও গ্রামবাসী ও বিজিবির টহলরত সদস্যরা হাতির দলটিকে নিজেদের মধ্যে খেলা করতে দেখেছে বলে জানান।

এম এ মোরশেদ বলেন, সোমবার ভোরে গ্রামবাসী ও রাজিবপুর বালিয়ামারী সীমান্ত ফাঁড়ির টহলরত সদস্যরা হাতিটিকে মরে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ভারতের ২৬ বিএসএফ কালাইয়ের চর সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার রিসেল সিং আসেন। সেখানে বিজিবি ও বিএসএফের সদস্যরা যান এবং মরা হাতিটিকে উদ্ধার করেন।

নাজমুল হোসাইন/এএম/পিআর