ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জে ডাকাতের হামলায় আহত ৪

প্রকাশিত: ০৪:৫৫ এএম, ২৮ জানুয়ারি ২০১৭

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার মণ্ডলপাড়া এলাকায় মুদি ব্যবসায়ী সুদেব সাহার বাড়িতে শুক্রবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন সুদেব সাহা, তার স্ত্রী রিতা সাহা, দোকানের কর্মচারী রঞ্জিত সাহা ও প্রতিবেশী স্বপন। গ্রামবাসী মাসুদ রানা নামে এক ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

গুরুতর আহত ওই ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ২টার দিকে সুদেব সাহার বাড়ির সামনে ডাকাতরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তারা ঘরের দরজা ভেঙে সুদেব সাহা ও তার স্ত্রী রিতা সাহাকে হাত পা বেঁধে পিটিয়ে আহত করে। পরে দুইটি ঘরের আলমারি ভেঙে ডাকাতরা ১৫ ভরি স্বর্ণ, ৮০ ভরি রুপা ও দেড় লক্ষাধিক নগদ টাকা লুট করে নেয়। তাদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতরা পিছু হটে। পরে এলাকাবাসী ডাকাতদলের সদস্য মাসুদ রানাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

সাটুরিয়া থানা পুলিশের এএসআই গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বি এম খোরশেদ/আরএআর/এমএস