ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে গণআন্দোলন গড়তে হবে

প্রকাশিত: ০২:২২ পিএম, ২৯ জানুয়ারি ২০১৭

‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ স্লোগান সামনে রেখে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জনপ্রতিনিধিদের নিয়ে মাদকবিরোধী সভা।

সভায় প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান। তিনি বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে সামাজিকভাবে গণআন্দোলন গড়ে তুলতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিরা যদি প্রতিটি ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন, তবে যুবসমাজকে রক্ষা করা সম্ভব।

রোববার বিকেলে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা মাদকদ্রব্য অধিদফতর এ সভার আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, ঢাকা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক গোলাম কিবরিয়া প্রমুখ।

বি.এম খোরশেদ/এআরএ/জেআইএম