সিলিন্ডার বিস্ফোরণে ফার্নিচারের গোডাউনে আগুন
মানিকগঞ্জের সিংগাইরের ফোর্ডনগর এলাকায় আক্তার ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি মো. মিজানুর রহমান জানান, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে। ঢাকার মিরপুর থেকে আরো কয়েকটি ইউনিটকে আহ্বান করা হয়েছে।
এদিকে, আক্তার ফার্নিচারের প্রশাসনিক কর্মকর্তা শুভংকর মজুমদার জানান, সকাল ১০টার দিকে কারখানার ভেতরের একটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ওই কর্মকর্তা জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কারখানার যন্ত্রপাতি ও বিভিন্ন মালামাল মিলিয়ে প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে।
সিংগাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমান হোসেন জানান, এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বি এম খোরশেদ/এফএ/পিআর