নড়াইলে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা, ইউপি চেয়ারম্যান আটক
নড়াইলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রভাষ রায় হানু (৪৬) নামে এক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার মীরাপাড়া গ্রামের একটি চায়ের দোকানে তিনি হামলার শিকার হন। পরে রাত ১০টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত প্রভাষ রায় হানু নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মীরাপাড়া গ্রামের রতন রায়ের ছেলে। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান মিনা ও তার ছেলে আশিকুর রহমানসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান বলেন, বুধবার রাত সাড়ে ৭টার দিকে প্রভাষ রায় হানু মীরাপাড়া বাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান ও তার ছেলে আশিকুর রহমানসহ কয়েকজন এসে প্রভাষ রায়ের বুকে ছুরিকাঘাত করেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেন। সেখান থেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খায়রুজ্জামান আরও বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবিদুর ইসলামের পক্ষে কাজ করেন প্রভাষ রায় হানু। এ নিয়ে বিদ্রোহী প্রার্থী শহিদুর রহমান মিনার সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। নির্বাচনে শহিদুর রহমান বিজয়ী হন। নির্বাচন নিয়ে তাদের দ্বন্দ্ব ছিল।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক আবদুর রশিদ বলেন, রোগীর বুকে ছুরিকাঘাত করা হয়েছে। রাত ১০টার দিকে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, আওয়ামী লীগ নেতা প্রভাষ রায় হানুর ওপর হামলার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান ও তার ছেলে আশিকুর রহমানসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
মিলন রহমান/হাফিজুল নীলু/বিএ