ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

প্রকাশিত: ০৩:১৯ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৭

আড়াই ঘণ্টা পর সকাল ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, রাতে আবহাওয়া ভাল থাকলেও,বৃহস্পতিবার ভোরের দিকে নদীতে কুয়াশা বাড়তে থাকে। এ কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে আটকা পড়ে প্রায় তিন শতাধিক যানবাহন। তবে এখন কুয়াশা কমে আসায় আবার ফেরি চলাচল শুরু হয়েছে।

বি এম খোরশেদ/এফএ/আরআইপি

আরও পড়ুন