মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় দোকানে ভাঙচুর
কুড়িগ্রাম পৌরসভার বৈরাগী বাজার নামক এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় স্থানীয় মাদকসেবীরা এক যুবকের দোকানে ভাঙচুর করে পালিয়ে যায়। এই ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা করা হয়েছে।
পুলিশ এখনো হামলাকারীদের গ্রেফতার করতে পারেনি। প্রতিবাদে শনিবার সকালে দোকান ব্যবসায়ী ও এলাকাবাসী মিলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় মাদক ব্যবসায়ী রিপন ও লায়নকে চারদিন আগে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় বৈরাগীর বাজারের কসমেটিক ব্যবসায়ী ও মাদক ব্যবসার প্রতিবাদকারী সেলিমকে সন্দেহ করে মাদক ব্যবসায়ীরা।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জাহেদুল ইসলাম ও ঈদুলের নেতৃত্বে ৮-৯ জনের মাদকসেবী ও ব্যবসায়ীদের একটি দল সেলিমের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
এরই প্রতিবাদে শনিবার সকালে দোকান ব্যবসায়ী ও এলাকাবাসী মিলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বৈরাগীর বাজারে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার সত্যতা স্বীকার করে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, এ ব্যাপারে ৮ জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
নাজমুল হোসেন/এএম/আরআইপি