মানিকগঞ্জে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের সিঙ্গাইরে নিজ ঘরের বারান্দা থেকে আব্বাস উদ্দিন (৫২) নামে এক কৃষকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আব্বাসের স্ত্রী ইয়ারন ও মেয়ে সুরভীকে আটক করেছে পুলিশ।
সিঙ্গাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিনুল ইসলাম জানান, উপজেলার মেদুলিয়া গ্রামের ওই কৃষক প্রতিদিনের মতো ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। তার স্ত্রী ও মেয়ে ঘুমিয়ে ছিলেন ঘরের ভেতরে। সকালে বারান্দায় আব্বাসের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন পরিবারের সদস্যরা।
এরপর দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে-পূর্ব শত্রুতার জের ধরে রাতের কোনো এক সময় আব্বাসকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিএম খোরশেদ/এআরএ/আরআইপি