ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৯ মণ গাঁজা সাড়ে ৩ হাজার ইয়াবা ধ্বংস

প্রকাশিত: ০১:৪২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭

কুড়িগ্রামে ৩৭০ কেজি গাঁজা ও প্রায় সাড়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।

রোববার বিকেলে সদর থানা চত্বরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ ও মিজানুর রহমানের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার রিপন কুমার মোদক, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আব্দুস সালাম, এসআই আবু তালেব।

গত বছরের অক্টোবরে ধরলা ব্রিজ থেকে ৩৮৬ কেজি গাঁজাসহ একটি ট্রাক আটক করে পুলিশ। এ সময় পুলিশের হাতে ড্রাইভার রজব আলী (৩০) গ্রেফতার হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯ জনকে আসামি করে একটি মামলা করা হয়।

আসামিরা হলেন, পুটিয়া জেলার আগলা থানার বাসিন্দা টুটুল (৩২), গজের কুটির গ্রামের শাহজাহান আলীর ছেলে বাদশা মিয়া (৩৮), মনছুর (৪২), ফুলবাড়ি উপজেলার কুরুষা গ্রামের মৃত জব্বার গীদালের ছেলে শফি (৪০), চর গোলক মন্ডল গ্রামের বাসিন্দা মৃত আছাব আলীর ছেলে ছিদ্দিক (৪৫), কুরুষা-ফেরুষা গ্রামের শাহিন (৩৫), আমিনুল ইসলাম (৪২), মাইদুল ইসলাম মুকুল (৪০)।

অপরদিকে, সেপ্টেম্বরে মোগলবাসা ইউনিয়নের ওয়াবদা এলাকা থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিটন মিয়া (৪০), আতাউর রহমান (২৮), আবু মুসা (৪০) গ্রেফতার করে পুলিশ।

নাজমুল হোসেন/এএম/জেআইএম