ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাংলাদেশি কিশোরকে ফেরত দিল বিএসএফ

প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

ভারতে দীর্ঘ ২১ মাস কারাভোগ শেষে বাংলাদেশি কিশোর সঞ্জীবন বিশ্বাসকে (১৭) ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করেছে বিএসএফ। সঞ্জীবন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার তেঘরিয়া গ্রামের সনাতন বিশ্বাসের ছেলে।

জানা যায়, ২০১৫ সালের ১১ জুন অবৈধভাবে ভারতে প্রবেশ করে সঞ্জীবন। এরপর পশ্চিমবঙ্গের কেষ্টগঞ্জ এলাকা থেকে তাকে আটক করে বিএসএফ। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের দায়ে আদালতের মাধ্যমে কৃষ্ণনগর জেসিএল শিশুসদন কারাগারে পাঠানো হয়।

সেখানে ২১ মাস বন্দী ছিল সঞ্জীবন। কারাভোগ শেষ হলে সকল প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে সঞ্জীবনকে হস্তান্তর করে বিএসএফ।

সঞ্জীবনের বাবা সনাতন বিশ্বাস জানান, তার ছেলে মায়ের ওপর রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরে জানতে পারি সে ভারতের কারাগারে আছে।

দর্শনা সীমান্তে পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন, বিএসএফ’র গেঁদে কোম্পানি কমান্ডার দীপক কুমার বিজিবির দর্শনা চেকপোস্ট কমান্ডার ইকবাল হোসেন, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই শেখ মাহবুব, গেঁদে ইমিগ্রেশন অফিসার তরুণ সরকার, দামুড়হুদা মডেল থানা পুলিশের এসআই আব্দুল বাকী প্রমুখ।

সালাউদ্দিন কাজল/এএম/পিআর