ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইয়াবাসহ আব্দুল মালেক নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে আটক ব্যক্তিকে ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করে র‌্যাব।

পুলিশ জানায়, র‌্যাব-১৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের পূর্বভোটহাট এলাকার আশরাফ আলীর বাড়ির কাছ থেকে অভিযান চালিয়ে ৮২০ পিচ ইয়াবাসহ মালেককে আটক করে। তিনি ভারতের কোচ বিহার জেলার দিনহাটা থানার কালমাটি গ্রামে আবু তালেব মল্লিকের ছেলে।

মঙ্গলবার র‌্যাব-১৩ এর পরিদর্শক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা রুজু করে আটক মালেককে ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র পন্ডিত জানান, আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

নাজমুল হোসেন/এআরএ/পিআর