চুরির দায়ে শিশুকে গাছে বেঁধে নির্যাতন
রাজশাহীর পুঠিয়ায় মোবাইল ফোনের মেমোরি কার্ড চুরির দায়ে আরিফুল ইসলাম (১২) নামের এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নির্যাতনের শিকার আরিফুল ইসলাম উপজেলার তারাপুর গ্রামের মহিরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তারাপুর বাজারের ঢাকা-রাজশাহী মহাসড়কের সামনে আরিফুলকে গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতন চালায় একই গ্রামের আসফার আলীর ছেলে এরশাদ আলী ও বরু মোল্লার ছেলে শুভ ইসলাম।
এসময় পবা হাইওয়ের (বানেশ্বর ফাঁড়ি) টহল পুলিশ আরিফুল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে আরিফুলের বাবা মহিরুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতেই এরশাদ আলী ও শুভ ইসলামের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৭ তারিখ ১৪/০২/১৭ ইং। এ ঘটনায় পুলিশ রাতেই নির্যাতনকারী দুজনকে আটক করে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপ-পরিদর্শক আবুল খায়ের পিন্টু ঘটনা নিশ্চিত করে বলেন, শিশু নির্যাতনের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। আজ সকালে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।
এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান