জমির মালিকানা পেতে অবস্থান কর্মসূচি
মেহেরপুরের গাংনী বাজার সংলগ্ন .০১৩ একর জায়গা দখল করে জোরপূর্বক মার্কেট নির্মাণের অভিযোগ ওঠেছে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে।
রোববার দুপুর থেকে নির্মাণ বন্ধ করে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছে মৃত আজিম উদ্দীনের পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল গনি জানান, বাংলা ১৩৪২ সালে তারা বন্দোবস্ত ও দখল পায় গাংনী হাট সংলগ্ন .০১৩ একর জায়গা। কিন্তু গত বৃহস্পতিবার থেকে গাংনী পৌরসভার মেয়র তার লোকজন নিয়ে জোরপূর্বক দখল করে সেখানে মার্কেট নির্মাণ করছে। তাই জমির দখল না দেয়া পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি পালন করবে বলেও তারা জানান। আদালতের রায়ে জমিটি তাদের বলেও দাবি করেন তিনি।
এ ব্যাপারে গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম জানান, এস.এ ও আর.এস রেকর্ডে ১০ শতক জমি সরকার ও ৬ শতক জমি আহম্মেদ আলীর নামে। আন্দোলনকারীরা ভুয়া কাগজপত্র তৈরি করে জমিটি দীর্ঘদিন ধরে দখলভোগ করে আসছেন। পৌরসভার নিজস্ব জমিতে তারা মার্কেট নির্মাণ করছেন বলেও দাবি করেন তিনি।
আসিফ ইকবাল/এআরএ/আরআইপি