দেড় শতাধিক বছরের পুরোনো বিদ্যালয়ে শহীদ মিনার
প্রায় ১৬০ বছরের পুরোনো নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চবিদ্যালয়ে অবশেষে শহীদ মিনার তৈরি হলো। রোববার স্কুল প্রাঙ্গণে এ মিনারের উদ্বোধন করলেন নড়াইল পৌরসভার মেয়র ও স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র পাল, নড়াইল পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শরফুল আলম লিটু, নারী নেত্রী আঞ্জুমান আরা, রাবেয়া ইউসুফ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
জানা গেছে, নড়াইল শহরের কুরিগ্রামে ১৮৫৭ সালে নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চবিদ্যালয় গড়ে উঠলেও ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে এতোদিন শহীদ মিনার নির্মিত হয়নি।
সম্প্রতি স্কুলের প্রধান শিক্ষক, নড়াইল পৌর মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে এবং নড়াইল পৌরসভার অর্থায়নে ১লাখ টাকা ব্যয়ে স্কুল প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীদের ভাষা শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতে নির্মিত হলো শহীদ মিনারটি।
স্কুলের নবম শ্রেণির ছাত্র পার্থ বিশ্বাস ও অষ্টম শ্রেণির ছাত্রী দোলা বাগচী জানায়, স্কুলে শহীদ মিনার না থাকায় ভাষা শহীদদের উদ্যেশ্যে শ্রদ্ধা জানাতে পারিনি। এখন থেকে আমরা তাদের স্মরণ করতে পারবো। এ জন্য আমরা খুব খুশি।
নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র পাল বলেন, ২০১৫ সালে স্কুলে যোগদানের পর অনূভব করি স্কুলে শহীদ মিনার নির্মাণের বিষয়টি জরুরি। পরে নড়াইল পৌরসভার সহযোগিতায় এ মিনারটি তৈরি করা হয়েছে। ভাষা আন্দোলনের ইতিহাস সবাইকে জানাতে এবং দেশপ্রেম জাগ্রত করতে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন জরুরি বলে মনে করেন তিনি।
হাফিজুল নিলু/এএম/জেআইএম