কুড়িগ্রাম-ঢাকা শাটল ট্রেন চালু : আনন্দের বন্যা
কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের আন্দোলন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী কুড়িগ্রাম-ঢাকার রুটে আন্তঃনগর শাটল ট্রেন চালু হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে আনন্দের বন্যা বইছে।
রেল ও নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন কমিটির উদ্যোগে সোমবার রাত ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে এই শাটল ট্রেনের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, রেল ও নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন কমিটির সভাপতি তাজুল ইসলাম, সহ-সভাপতি প্রভাষক আব্দুল কাদের, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুন্নবী সাগর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব প্রমুখ। উদ্বোধন শেষে ঢাকার উদ্দেশ্যে যাওয়া যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান অতিথিরা।
এ সময় বক্তারা জানান, পিছিয়ে পড়া এই জনপদের মানুষের জন্য দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি আজ বাস্তবায়ন হয়েছে। এই অঞ্চলের মানুষের ভাগ্য বদলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত সময়ে কুড়িগ্রাম-ঢাকা রুটে ভাওয়াইয়া একপ্রেস নামে একটি আন্তঃ নগর ট্রেন চালু করবেন।
কুড়িগ্রাম-ঢাকার রুটে আন্তঃনগর শাটল ট্রেনটি রংপুর এক্সপ্রেসের সঙ্গে কাউনিয়ার রেল স্টেশনে যুক্ত হবে। এই শাটল ট্রেন রয়েছে ২ বগিতে ৫০ সিট বিশিষ্ট ১০টি এসি এবং ৪০টি নন-এসি সিট।
প্রতিদিন রাত ৭টা ২০ মিনিটে কুড়িগ্রাম রেলস্টেশনে প্রবেশ করে ৭টা ৪০মিনিটে কাউনিয়া রেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। উদ্বোধনের প্রথম দিনেই ঢাকার রুটে আন্তঃনগর শাটল ট্রেনটি ৩টি এসি ও ১৬টি নন-এসি সিটে ২১জন যাত্রী নিয়ে ছেড়ে যায়।
২০১৫ সালের ১৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম সফর এসে সরকারি কলেজ মাঠ জেলা আওয়ামী লীগের জনসভায় কুড়িগ্রাম-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন। তার সেই প্রতিশ্রুতি মতে সোমবার থেকে নিয়মিতভাবে চলাচল করবে কুড়িগ্রাম-ঢাকার রুটে আন্তঃনগর শাটল ট্রেনটি।
নাজমুল হোসাইন/এএম/পিআর