প্রতিপক্ষকে ফাঁসাতে শহীদ মিনার ক্ষতিগ্রস্থ
পঞ্চগড়ে প্রতিপক্ষকে ফাঁসাতে একটি বিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনার ক্ষতিগ্রস্থ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাতে তেঁতুলিয়া উপজেলার আইবুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে তৈরি করা কলাগাছের অস্থায়ী শহীদ মিনার ক্ষতিগ্রস্থ করে দুষ্কৃতিকারীরা।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী আবু হাসান (২৩) এবং একই এলাকার রাসেল (২২) নামে এক যুবককে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার বিকেলে তেঁতুলিয়ার ভজনপুর এলাকার আইবুল হক বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কলাগাছ দিয়ে একটি অস্থায়ী শহীদ মিনার তৈরি করা হয়। কিন্তু মঙ্গলবার সকালে শহীদ মিনারটি ক্ষতিগ্রস্থ অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি তেঁতুলিয়া থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং রাসেল ও আবু হাসাকে আটক করে।
এদিকে আইবুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী জালাল উদ্দিনের সঙ্গে স্থানীয় কয়েক যুবকের দ্বন্দ্ব ছিল। এক পক্ষ আরেক পক্ষকে ফাঁসাতে এমন কাণ্ড করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ বলেন, আইবুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী জালাল উদ্দিনের সঙ্গে স্থানীয় কিছু বখাটে যুবকের দ্বন্দ্ব ছিল। তারই জেরে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এমন কাণ্ড করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সফিকুল আলম/এমএএস/জেআইএম