পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা : আহত ২
ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মোহাম্মদ ইসলামের বাসায় হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় তার স্ত্রী ও শিশু গুরুত্বর আহত হয়। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, সদর উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার মোহাম্মদ ইসলামের প্রতিবেশি আনছার ও মকবুল এর সাথে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলছিল। গত বুধবার সন্ধ্যায় আনছার, মকবুল কিছু ভারাটিয়া সন্ত্রাসী নিয়ে মোহাম্মদ ইসলামের বাসায় হামলা চালায়। এসময় বাড়ির দরজা ভেঙে তারা বাসায় ঢুকে পড়ে। এতে মোহাম্মদ ইসলামের স্ত্রী শিউলি ও তার ছোট কন্যা সন্তান লামিয়া (১৩) গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
মোহাম্মদ ইসলাম জানান, অনেক দিন থেকে আমরা এ জমিতে বসবাস করে আসছি। হঠাৎ আনছার ও মকবুল ভুয়া কাগজ পত্র নিয়ে আমার জমি তাদের বলে দাবি করে। এরই জেরে তারা আমার বাসায় হামলা করে। এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও থানা পুলিশের অফির্সার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান বলেন, হামলার ঘটনায় তাৎক্ষণিক ভাবে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এমএএস/আরআইপি