ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় যুবককে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৬:৫৭ এএম, ১০ এপ্রিল ২০১৫

মাগুরা সদর উপজেলার সাচানী গ্রামে বৃহস্পতিবার রাতে এক অজ্ঞাত পরিচয়ের যুবককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। শুক্রবার সকালে এলাকাবাসী চোখ, হাত-পা বাঁধা ও মাথায় গুলিবিদ্ধ ছিমছাম পোশাকের ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে।

সদর উপজেলার ৫ নম্বর হাজরাপুরের প্যানেল চেয়ারম্যান বাশি শিকাদার জানান, মাগুরা-ঝিনাইদাহ সড়কের আলমখালী বাজারের পাশ্ববর্তী সাচানী গ্রামের ওহাব মোল্লার লিচু বাগানে একটি মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। এরপর তারা পুলিশে খবর দেন।

মাগুরা সদর থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন জাগো নিউজকে জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্য এলাকা থেকে এই যুবককে ধরে এনে মাগুরা-ঝিনাইদাহ সড়কের পাশের লিচু বাগানে এনে হত্যা করে রেখে গেছে।

এমজেড/বিএ/এমএস