টাঙ্গাইলে আজ গ্যাস সরবরাহ বন্ধ
টাঙ্গাইলে আজ (শুক্রবার) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কোনো প্রকার গ্যাস সরবরাহ হবে না বলে নিশ্চিত করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড গাজীপুর কার্যালয়ের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিকী।
এ প্রসঙ্গে তিনি বলেন, ইতোপূর্বে টাঙ্গাইলের গ্যাস সরবরাহের পৌলী নদীস্থ মূল পাইপ লাইনটিতে ফাটল দেখা দেয়। সে সময় তাৎক্ষণিক গ্যাস সরবরাহের জন্য তখন ক্ষতিগ্রস্ত সংযোগস্থানটি প্রাথমিকভাবে মেরামত করা হয়।
গ্যাস সরবরাহের মূল সংযোগের পৌলী নদীস্থ ক্ষতিগ্রস্ত অংশসহ কয়েকটি অংশের স্থায়ী মেরামতের জন্য আজ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গাজীপুর জেলা কালিয়াকৈর থেকে টাঙ্গাইল জেলার সব প্রকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানান তিনি।
আরিফ উর রহমান টগর/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে