ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাংনীতে ফের এক কৃষককে অপহরণ

প্রকাশিত: ০৩:৪৭ এএম, ১৬ মার্চ ২০১৭

মেহেরপুরে দুইজনকে অপহরণের পর গলাকেটে হত্যার নয় দিনের মাথায় আবারো অপহরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাংনী উপজেলার চককল্যাণপুর গ্রামের মাঠ থেকে মোশারফ হোসেন (৪৫) নামের এক কৃষককে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এসময় দুর্বৃত্তদের মারধরে আহত হয়েছেন মোশারফ হোসেনের সঙ্গী আরেক কৃষক আলফাজ উদ্দীন (৩৮)। অপহৃত মোশারফ হোসেন চককল্যাণপুর গ্রামের আজের উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের সেচ পাম্প থেকে ঘাস খেতে সেচ দিচ্ছিলেন কৃষক মোশারফ হোসেন। রাত সাড়ে ৯টার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা মোশারফ ও তার সঙ্গী আলফাজকে মারধর করে। পরে আহত অবস্থায় আলফাজকে ফেলে রেখে মোশারফকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে গ্রামের লোকজন আলফাজকে উদ্ধার করে বামন্দীর একটি ক্লিনিকে ভর্তি করে। ঘটনাস্থলের আশেপাশের মাঠে অভিযান চালাচ্ছে পুলিশের কয়েকটি দল।
 
এদিকে রাত ১১টা পর্যন্ত অপহৃতের কোনো সন্ধান পায়নি পুলিশ। কী কারণে, কারা অপহরণ করতে পারে সে সম্পর্কে তেমন কারো উপর সন্দেহ নেই পরিবারের। তবে এখনো পর্যন্ত পরিবারের কাছে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেনি।
 
গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ওই মাঠ ও এর আশপাশে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত মোশারফ হোসেনকে উদ্ধার করা যায়নি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ৫ মার্চ রাতে সদর উপজেলার সোনাপুর গ্রামের একটি চায়ের দোকান থেকে আব্দুল মজিদ ও আসাদুল ইসলাম নামের দুজন ক্ষুদ্র ব্যবসায়ীকে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। রাতে পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিশোধে ব্যর্থ হওয়ায় ওই রাতেই গ্রামের মাঝে তাদের দুজনকে গলাকেটে হত্যা করে সন্ত্রাসীরা।

পরে ওই জোড় খুন মামলার ৪ আসামি ১৪ মার্চ রাতে নুরপুর মোড়ে পুলিশের সঙ্গে `বন্দকযুদ্ধে` নিহত হয়। এ ঘটনা রেশ কাটতে না কাটতে আবারো অপহরণের ঘটনা ঘটলো।

আসিফ ইকবাল/এফএ/পিআর

আরও পড়ুন