মেহেরপুর পৌর নির্বাচনে মতুর মনোনয়ন বাতিল
মেহেরপুর পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী বর্তমান মেয়র মুতাছিম বিল্লাহ মতুর মনোনয়নপত্র তথ্য ও স্বাক্ষর ত্রুটিপূর্ণ হওয়ায় বাতিল ঘোষণা করা হয়েছে। বুধবার পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল।
এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় মেয়র প্রার্থী, কাউন্সিল ও সংরক্ষিত কাউন্সিল প্রার্থীরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর পৌরসভা নির্বাচনে চার মেয়র এবং ৯টি ওয়ার্ড ও সংরক্ষিত ৩টি আসনের জন্য ৮৩ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মাহাফুজুর রহমান রিটন, বিএনপি মনোনীত জাহাঙ্গীর বিশ্বাস এবং স্বতন্ত্রপ্রার্থী নিশান সাবের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার রোকুনুজ্জামান বলেন, মেহেরপুর পৌর নির্বাচনের মনোনয়পত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। মেয়রপ্রার্থী হিসেবে চারজনের মধ্যে বর্তমান মেয়র মুতাছিম বিল্লাহ মতুর মনোনয়নপত্রে তথ্য ও স্বাক্ষর ত্রুটিপূর্ণ হওয়ায় বাতিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
আসিফ ইকবাল/এএম/পিআর