ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ০৫:৪৫ এএম, ৩০ মার্চ ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে পিলার ভেঙে ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার ইটাখলার অদূরে ৫৫নং ব্রিজের একটি পিলার হঠাৎ ধসে গেছে। এতে ব্রিজের গোড়া থেকে মাটি সরে গেছে। ফলে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/পিআর