ঠাকুরগাঁওয়ে ইপিজেড নির্মাণে জমি অধিকরণ চলছে
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, শিগগিরই ঠাকুরগাঁওয়ে কৃষিভিত্তিক ইপিজেড নির্মাণ করা হবে। ইতিমধ্যে ইপিজেড নির্মাণের জন্য ২০০ একর জমির অধিকরণ চলছে। ইপিজেড নির্মাণ হলে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। আর এজন্য ঠাকুরগাঁওয়ের মানুষের মান উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রমেশ চন্দ্র সেন বলেন, ঠাকুরগাঁওয়ে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, বর্তমান সরকারের আমলেই মেডিকেল কলেজ নির্মাণ করা হবে। ডিজিটাল প্রযুক্তির সময়ে ঠাকুরগাঁও আর পিছিয়ে থাকবে না। সেই লক্ষ্যে সরকার ও আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ঠাকুরগাঁও সরকারি কলেজে আর একটি ছাত্রী হোস্টেল নির্মাণের পরিকল্পনা চলছে। হোস্টেল নির্মাণে হলে কলেজের আবাসনের কোনো সমস্যা থাকবে না।
রমেশ চন্দ্র সেন আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার ক্ষেত্রে খুবই অগ্রসর। শিক্ষারমান উন্নয়নে সকলে কাজ করে যাচ্ছে। তাই শিক্ষার্থীদের সোনার বাংলা গড়ার জন্য পড়াশোনা করতে হবে।
ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বদিউজ্জামান সরকার, সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের মো: আব্দুল মজিদ, জেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউদ্দৌজা চৌধুরী বদর প্রমুখ।
রবিউল এহসান রিপন/এআরএ/জেআইএম