ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে কৃষকের বাড়িতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ০৪:৫৮ এএম, ০১ এপ্রিল ২০১৭

মেহেরপুরের গাংনীর ঝিনেরপুল এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছে কৃষকের ৩টি গরু। ঝলসে গেছে আরো ৩টি গরু। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন পিতা-পুত্র।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে ধারণা করছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঝিনেরপুল এলাকার কৃষক আজাহার মণ্ডলের বাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ড দেখতে পান পরিবারের লোকজন। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। গোয়ালে থাকা ৬টি গরুর মধ্যে ৩টি রক্ষা করা সম্ভব হলেও বাকিগুলো পুড়ে মারা যায়।

গরু বাঁচাতে গিয়ে আগুনে ঝলসে যায় কৃষক আজাহার মণ্ডল ও তার ছেলে মিজানুর রহমানের শরীরের বিভিন্ন অংশ।

আগুনে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। পরে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

আসিফ ইকবাল/এফএ/এমএস