ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস

প্রকাশিত: ১০:৫৩ এএম, ২২ এপ্রিল ২০১৫

ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার চাপাপাড়া গ্রামে ঘোড়ার মাংস বিক্রি করা হচ্ছে। এ ঘটনাটি এখন এলাকার মানুষের কাছে একমাত্র আলোচনা হয়ে দাড়িয়েছে। তবে, ঘোড়ার মাংস খাওয়া নিয়ে সাধারণ মানুষ পড়েছেন দ্বিধা-দ্বন্দ্বে। ঘোড়া মাংস খাওয়ার খাওয়ার ব্যাপারে সঠিক কোনো তথ্য না থাকায় অনেকে মাংস কিনে বাড়িতে নিয়ে গেলেও রান্না করেননি।

জানা যায়, গত সোমবার উপজেলার চাপাপাড়া গ্রামের মুরব্বী গোলাম হোসেন একটি ঘোড়া গ্রামে নিয়ে আসেন। এরপর ঘোড়াটি জবাই করে প্রতি কেজি মাংস ২০০ টাকা দরে বিক্রি করেন। ঘোড়াটির মাংস হয়েছিল প্রায় ৯০ কেজি।

এদিকে সস্তা দামে মাংস পাওয়ায় মুহূর্তের মধ্যে সব বিক্রি হয়ে যায়।

শিমুলবাড়ি গ্রামের রফিক জানায়, ঘোড়ার মাংস খাওয়া যায় কি না তা জানিনা। তবে একই গ্রামের মাংস ক্রেতা নুরউদ্দিন, আব্দুল মান্নানসহ অনেকে জানায় ঘোড়ার মাংস খেতে বেশ সুস্বাদু।

জসাইপাড়ার আব্দুল জব্বার বলেন, নিয়মিত ঘোড়া জবাই করা হবে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, পুষ্টিগুণতো দূরের কথা আমার জানামতে ঘোড়ার মাংস খাওয়াটাই ঠিক না।

বিষয়টি বর্তমানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এমএএস/আরআইপি