ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র প্রতিষ্ঠা বাষির্কী পালিত

প্রকাশিত: ০৮:২১ এএম, ০৩ এপ্রিল ২০১৭

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে বেসরকারি সংস্থা ইএসডিও’র ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার সকালে এ উপলক্ষে সংস্থাটির প্রধান কার্যালয় চত্বরে কেক কেটে ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।

পরে এক আলোচনা সভায় সংস্থাটির চেয়ারম্যান অধ্যক্ষ মুহম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, জেলা পরিষদের চেয়ারম্যান মুহম্মদ সাদেক কুরাইশী, সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, সংস্থাটির নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ইএসডিও কলেজের অধ্যক্ষ সেলিমা আক্তার প্রমুখ।

উল্লেখ্য, উত্তর জনপদের পিছিয়ে পড়া মানুষের জন্য ১৯৮৮ সালের ৩ এপ্রিল এ সংস্থাটির যাত্রা শুরু হয়। শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১৯৯৭ সালে সরকার এটিকে শ্রেষ্ঠ বেসরকারি সংস্থার পদকে ভূষিত করা হয়। ২০০৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সিটি ব্যাংক এনএ ক্ষুদ্র ঋণ বিতরণে শ্রেষ্ঠ সংস্থা হিসেবে সম্মাননা পায়।

মো: রবিউল এহসান রিপন/এএম/জেআইএম