মেহেরপুর পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ
মেহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা নির্বাচন অফিস সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার রোকনুজ্জামান।
মেয়র পদে জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন (নৌকা), পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু (নারকেল গাছ) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিশান সাবের (মোবাইল) প্রতীক পেয়েছেন।
এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। আগামী ২৫ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক ও প্রার্থীবৃন্দ।
আসিফ ইকবাল/এফএ/আরআইপি