যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকসেদুর রহমানের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ ও যৌন নির্যাতন করার অভিযোগে থানায় শুক্রবার সকালে মামলা হয়েছে। নির্যাতনের শিকার এক ছাত্রীর বাবা পীরগঞ্জ থানায় শুক্রবার সকালে নারী ও শিশু নির্যাতন আইনে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ২ বছর ধরে নানা ভয়-ভীতি দেখিয়ে ঐ স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ ও নির্যাতন করে আসছিলেন প্রধান শিক্ষক মকসেদুল। তার এমন আচরণের প্রতিবাদ করলে শারিরীক নির্যাতন করা হতো ছাত্রীদের। এই ঘটনার বিচার দাবি করে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়ার পাশাপাশি এলাকায় বিক্ষোভ করেন অভিভাবকরা। বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হলে টনক নড়ে কর্তৃপক্ষের।
এদিকে ওই প্রধান শিক্ষককে বরখাস্ত করাসহ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সুপারিশ করে গত ১৬ এপ্রিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে উপজেলা শিক্ষা অফিস। তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপ-পরিচালক রংপুর ট্রেনিংয়ে থাকায় এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি বলে সূত্র জানায়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জাগো নিউজকে জানান, গতকাল শুক্রবার ছাত্রী নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষক মকসেদুলের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। তবে ওই শিক্ষক পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এমজেড/পিআর