গাজীপুরে আবাসিক হোটেল থেকে যৌনকর্মীসহ আটক ৪৯
ফাইল ছবি
অসামাজিক কার্যকলাপ চলাকালে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে যৌনকর্মীসহ ৪৯ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ২৪ জন নারী ও ২৫ জন পুরুষ।
মঙ্গলবার দুপুরে চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার ও কোনাবাড়ীর আটটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
জয়দেবপুরের ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জাকির হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজারের মেট্রোরাজ ও ময়নামতি এবং চান্দনা চৌরাস্তা এলাকায় রয়েল, রাজ ও প্যারেট আবাসিক হোটেল থেকে ১৭ জন নারী ও ১৮ জন পুরুষসহ ৩৫ জনকে আটক করা হয়।
অপরদিকে জয়দেবপুরের কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোবারক হোসেন জানান, সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় রেইনবো, ডিমল্যান্ড ও ইয়ার আবাসিক হোটেল থেকে যৌনকর্মীসহ ১৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে সাতজন নারী ও সাতজন পুরুষ।
এর আগে সোমবার চান্দনা চৌরাস্তা এবং কোনাবাড়ী এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫০ জন জনকে আটক করা হয়।
আমিনুল ইসলাম/এআরএ/পিআর