ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে পৌর কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ

প্রকাশিত: ০৯:৫৫ এএম, ১২ এপ্রিল ২০১৭

ঠাকুরগাঁও শহরের বাস টার্মিনালে শ্রমিকদের অবৈধ একটি ঘর উচ্ছেদ করতে গেলে মোটর পরিবহন শ্রমিক লীগ নামধারী কর্মীদের হাতে গুরুতর হামলার শিকার হয়েছেন পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্ন সুপার ভাইজার মনসুর আলী মনু।

তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে ।

বুধবার শহরের বাসটার্মিনালে পৌরসভা কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে পৌরসভার ৪টি কর্মী ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে মোটর পরিবহন শ্রমিক লীগ নামধারী শ্রমিকরা বাধা দেয়।এ সময় পৌরসভার পরিষ্কার পরিছন্ন সুপার ভাইজার মনসুর আলী মনুর ওপর হামলা করে মোটর পরিবহন শ্রমিক লীগ নামধারী শ্রমিকরা। নিজেরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে পৌর কর্মচারী মনুর হাতে ধরিয়ে দিয়ে মোবাইলে ভিডিও ধারণা করেছে বলে অনেকে জানিয়েছেন।

Pourosova

খবর পেয়ে পৌর মেয়র ঘটনাস্থলে ছুটে গেলে শ্রমিকদের তোপের মুখে পড়েন। এ সময় পুলিশ মেয়রকে নিরাপদ স্থানে সরিয়ে দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত মনুকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

মনসুর আলী মনু জানান, শ্রমিকরা যখন আমার ওপর হামলা করে তখন আমি আইনের আশ্রয়ের কথা বললে তারা আরও ক্ষুদ্ধ হয়ে উঠে। এ সময় কয়েকজন শ্রমিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে জোর করে আমার হাতে ধরিয়ে দিয়ে মোবাইলে ভিডিও ধারণ করে।

মোটর পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এন্তাজুল হক এন্তা জানান, ক্ষমতা এখন আমাদের হাতে। পৌরসভা চাইলেও মোটর পরিবহন শ্রমিক লীগের অফিস উচ্ছেদ করতে পারে না।

মনসুর আলী মনুকে ফাঁসানোর জন্য বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিড়ে ফেলার অভিযোগের কথা জানতে চাইলে তিনি জানান, ওই কর্মচারী ছবি ছিঁড়েছে। আমরা তা মোবাইলে ছবি নিয়েছি।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী জানান, অবৈধভাবে মোটর পরিবহন শ্রমিক লীগ নামে একটি সংগঠন ঘর নির্মাণ করছিল শুনেছি। এই সংগঠন আমাদের কোনো অঙ্গ সংগঠনের মধ্যে পড়ে না। ঘর নির্মাণ না হতেই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি কেন সেখানে। যারাই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়েছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

পৌর মেয়র র্মিজা ফয়সাল আমিন জানান, বাস টার্মিনাল পৌরসভার। এখানে ইচ্ছে করলে কোনো সংগঠন ঘর নির্মাণ করতে পারে না। অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে আমার কর্মচারীর ওপর হামলা করা হয়েছে। বিষয়টি অন্যদিকে প্রবাহিত করার জন্য বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছেঁড়ার অভিযোগ তুলছে কতিপয় লীগধারী শ্রমিক। কর্মচারীর ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বাস টার্মিনালে গিয়েছে। এসময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছেঁড়া অবস্থায় উদ্ধার করা হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে।

রবিউল এহসান রিপন/আরএআর/জেআইএম