ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১১:০৬ এএম, ১২ এপ্রিল ২০১৭

মেহেরপুর-মুজিবনগর সড়কের দুইপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বুধবার দুপুর থেকে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় এই অভিযান শুরু হয়। এ পর্যন্ত শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাধন কুমার বিশ্বাস জানান, মেহেরপুর থেকে মুজিবনগর পযন্ত ১৫ কিলোমিটার সড়কের দুপাশে সরকারি জমি দখল করে অনেকেই অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন।

এসব স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বার বার জানানো হলেও তাতে কর্ণপাত করেননি তারা। ফলে আজ দুপুর থেকে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হয়।

drajer2

বিকেল ৩টা পর্যন্ত শতাধিক কাঁচা-পাকা ঘরবাড়ি, দোকানসহ বিভিন্ন প্রকার স্থাপনা এবং সড়কের পাশে অবৈধভাবে রাখা ইট-বালুসহ বিভিন্ন উপকরণ সরিয়ে দেয়া হয়েছে।

মুজিবনগর দিবস উপলক্ষে এই কার্যক্রম শুরু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে এই কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি।

অভিযানে সহযোগিতা করছেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেনের ভ্রাম্যমাণ আদালত।

আসিফ ইকবাল/এএম/এমএস