চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ প্রাইভেট কার আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত থেকে ২১৫০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার আটক করেছে বিজিবি।
সোমবার ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পিরোজপুর নামক স্থানের একটি আমবাগান থেকে একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ২১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি সদস্যরা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে প্রাইভেটকারটি জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি’র অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএস/পিআর