ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে শুরু হলো প্রাণের বৈশাখী মেলা

প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৫ এপ্রিল ২০১৭

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সাত দিনব্যাপী বৈশাখী মেলা। শনিবার সন্ধ্যায় এ মেলা উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।

আকর্ষণীয় রং ও নকশার সঙ্গে দামও হাতের নাগালে থাকায় বৈশাখী মেলায় আরএফএল’র প্যাভিলিয়নে দেখা গেছে ক্রেতা-দশনার্থীদের উপচে পড়া ভিড়। মেলা উপলক্ষে সব ধরনের পণ্যে ১০ শতাংশ ছাড় দেয়া হয়েছে।

Stall

আরএফএল’র বিক্রয়কর্মী মাহাবুব, শাহীন ও রেজা জানান, মেলায় প্লাস্টিকের তৈরি প্লেট, মগ, গ্লাস, বাটি, ট্রে, স্যুপ সেট, চামচ, বোল, জগ, হটপট, পানির বোতল, হরেক রকমের পণ্য এখানে পাওয়া যাচ্ছে। এছাড়া দেশে ১২০০ এরও বেশি প্লাস্টিকের তৈরি গৃহস্থালীর পণ্য পাওয়া যাচ্ছে। মেলায় বিক্রিও ভালো হচ্ছে বলেও জানান তিনি।

মেলায় ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া থেকে থেকে আসা এক গৃহিণী আসমা আক্তার জাগো নিউজকে জানান, আমাদের নতুন সংসার। গৃহস্থলীর পণ্য কিনবো। আরএফএল’র পণ্য অন্যান্যদের তুলনায় ভালো। দেখতেও সুন্দর। মেলায় সব ধরনের পণ্য এক সঙ্গে পাওয়া যায় এবং ছাড়ও রয়েছে তাই এসেছি।

রবিউল এহসান রিপন/এআরএ/জেআইএম